৫ জুলাই ১৯৭১ঃ চুয়াডাঙ্গা রাজশাহী নাটোর সফরে টিক্কা খান
গভর্নর টিক্কা খান সরকারী সফরে চুয়াডাঙ্গা রাজশাহী নাটোর যান। প্রাদেশিক রিলিফ কমিশনার মোহাম্মদ আলী, জাতিসংঘ ঢাকা অফিস প্রধান বাহগাত আল তাবিল, আন্তজার্তিক রেডক্রস প্রতিনিধি পি স্তেনিসিস তার সাথে ছিলেন। উক্ত সফরে তিনি স্থানীয় বেসামরিক প্রশাসন, সেনা কর্মকর্তা এবং শান্তি বাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে কথাবার্তা বলেন। তিনি শান্তি কমিটির কাজের ভূয়সী প্রশংসা করেন। তার সফরকালে জনগণ বিভিন্ন স্লোগানে মিছিল করে তাকে স্বাগত জানায়। চুয়াডাঙ্গায় তিনি কয়েকটি অভ্যর্থনা শিবির পরিদর্শন করেন এবং প্রত্যাগতদের সাথে আলাপ করেন। নাটোরে তিনি সরকারী জিন্নাহ বয়েজ স্কুল ও সরকারী গার্লস স্কুল পরিদর্শন করেন। স্কুলের ছাত্রীরা গভর্নরকে জাতীয় সঙ্গীত পরিবেশন করে স্বাগত জানান। রাজশাহীতে তিনি শান্তি কমিটির এক সভায় ভাষণ দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বিকেলে তিনি ঢাকা ফিরে আসেন।