৪ জুলাই ১৯৭১ঃ ঢাকায় আসগর খানের সফরোত্তর বিবৃতি
তেহরিক এ ইস্তেকলাল সভাপতি এয়ার মার্শাল আসগর খান (অবঃ) ঢাকায় এক বিবৃতিতে বলেন যে দেশের এ অংশে গোলযোগের ফলে এ অংশের জনগনের মধ্যে যে তিক্ততা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তা বিজ্ঞতা এবং সাবধানতার সহিত তা মুছে ফেলতে হবে। তিনি বলেন ভারতীয় আক্রমনের ক্রমবর্ধমান হুমকি এবং এদেশে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যেভাবে সক্রিয় উদ্যোগ গ্রহন করেছে কার্যকরী ভাবে তার মোকাবেলা করতে হবে। তিনি বলেন ক্ষতিগ্রস্ত লোকদের কার্যকর পুনর্বাসন করতে হবে। তাদের মধ্যে আস্থার ভাব সৃষ্টি করতে হবে। জনসাধারনের মনে স্বতপ্রবৃত্ত সহযোগিতা দ্বারাই ইহা করা সম্ভব। তিনি বলেন তিনি আগেই বলেছিলেন কে সরকার গঠন করবে তা মুখ্য নয় আদৌ কোন সরকার গঠিত হবে কিনা তাহাই মুখ্য বিষয়। তিনি বলেন পাকিস্তানের জন্য আগামী তিন মাস খুব ক্রান্তিকাল।