৩ জুলাই ১৯৭১ঃ লোকসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরণ সিং
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার সরণ সিং লোকসভায় বাংলাদেশকে স্বীকৃতি দান বিষয়ে সমাজতন্ত্রী দলের এক সদস্য এর উত্থাপিত প্রস্তাবের উপর আলোচনা কালে বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ২৮ তারিখের ভাষণের পরিপ্রেক্ষিতে জানান তারা এখন পূর্ব পাকিস্তান সংক্রান্ত তাদের নীতি পর্যালোচনা করে দেখবেন। তিনি বলেন কোন বিশেষ দল বৈধ থাকা বা কোন বেক্তি সংসদ সদস্য পদে বৈধ কিনা এসব বিষয় সামরিক সরকার কতৃক নির্ধারণ তিনি পছন্দ করেন না। কারন উহা গনতন্ত্রের গোঁড়া কর্তন করবে। এ বিশেষ প্রস্তাবের উপর কোন ভোটাভুটি হয়নি। তিনি বলেন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দানের বিরোধী নহে তবে এ বিষয়ে সময় এখন আসেনি। লোকসভার উপস্থিত সদস্যরা এ সময় শেম শেম ধনি তোলে।