২ জুলাই ১৯৭১ঃ যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আগা হিলালী সিসকোর সাথে সাক্ষাৎ এবং প্রতিবাদ।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আগা হিলালী মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোসেফ সিসকোর সাথে সাক্ষাৎ করে মার্কিন গণমাধ্যম ও কংগ্রেসে দাখিল কৃত সিনেটর ফ্রাঙ্ক চার্চ এর আবেদনের প্রতিবাদ জানান। তিনি বলেন এখন যে সকল অস্র বা খুচরা যন্ত্রাংশ সরবরাহ হচ্ছে তা মার্কিন সরকারের ২৫ মার্চের আগের চুক্তির। তিনি বলেন এর আগে পাকিস্তানী জাহাজ পদ্মা যুক্তরাষ্ট্র ত্যাগ করার সময় শুল্ক বিভাগ তা পরীক্ষা করে দেখেছে। আর এ সামান্য ব্যাপারে পাকিস্তান বিরোধী প্রচারনার জন্য তিনি ভারতকে অভিযুক্ত করেন। তিনি সিনেটর হাম ফ্রে এর কাছে লিখিত এক পত্রে পাকিস্তানে ১-৩ কোটি লোক অনাহারে থাকার অভিযোগের প্রতিবাদ জানান। তিনি বলেন ভারতে শরণার্থী যাওয়া এখন বন্ধ এবং ভারত থেকে প্রতিদিন অনেক শরণার্থী ফিরে আসছে। তিনি বলেন পূর্ব পাকিস্তান কলেরা মুক্ত। তিনি ভারতের মন্ত্রীদের যুদ্ধংদেহী মনোভাবের নিন্দা করেন।
ছবি হিলালি, সিসকো, চার্চ, হাম্ফ্রে