১ জুলাই ১৯৭১ঃ পাকিস্তানে অস্র সরবরাহের উপর কানাডার নিষেধাজ্ঞা
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মিচেল শার্প পার্লামেন্টে জানান কানাডা সরকার পাকিস্তানের সাথে আগে সম্পাদিত সকল সামরিক চুক্তি স্থগিত করে পাকিস্তানে সকল প্রকার সামরিক সরঞ্জাম রফতানি সাময়িক নিষিদ্ধ করেছে। তিনি বলেন পাকিস্তানের মালবাহী সামুদ্রিক জাহাজ পদ্মায় জেট বিমানের খুচরা যন্ত্রাংশ লোড করার জন্য বন্দরে নেয়া হয়েছিল সরকারী সিদ্ধান্তের কারনে রফতানিকারক প্রতিষ্ঠান মেরিটাইম এয়ার ক্রাফট ওভার হল এন্ড রিপেয়ার তাহা জাহাজে লোড করে নাই। তাদের অগ্রিম রফতানির অনুমতি দেয়া হয়েছিল কিন্তু চুক্তিতে বলা ছিল যে সরকার যে কোন সময় তা বাতিল করতে পারবে।