১ এপ্রিল ১৯৭২ঃ শেখ মুজিবের শাসনের মাত্র ৩ মাস।
৭১ এর মাঝে শুরু হওয়া চীনাপন্থীদের নক্সাল রাজনীতির অবসান হয়নি তখনও। শুরু করে দেশব্যাপী অরাজকতা শ্রেণীশত্রু নিধনের নামে ব্যাপক হত্যাযজ্ঞ। ক্লান্ত পরিশ্রান্ত সেনাবাহিনী, ইপিআর, পুলিশ তখনো গুছিয়ে উঠতে পারেনি। ইপিআর পুলিশের আবার অধিকাংশই মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। দেশকে এসকল শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য দরকার ছিল একটি দেশপ্রেমিক বাহিনীর।