You dont have javascript enabled! Please enable it!
একাত্তরের গণহত্যার নাম কী? #Sinecide
 
পৃথিবীর বড় বড় সকল গণহত্যার আলাদা বিশেষায়িত নাম রয়েছে। নাম দিয়েই ইতিহাসের পাতায় সেগুলো আলাদাভাবে চেনা যায়। অথচ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সৈন্য ও তাদের সহযোগী কর্তৃক সঙ্ঘটিত বিশ্বের তৃতীয় বৃহত্তম জেনোসাইডের কোন নাম ইতোপূর্বে দেয়া হয়নি। বরং গণহত্যা হিসেবে স্বীকৃতিও আন্তর্জাতিক চক্রের সম্মুখীন। দীর্ঘ ৪৭ বছর পর একটি গবেষণাপত্রে ৭১ এর জেনোসাইডের নামকরণ করা হয়। ‘Sinecide’ নামে নতুন যে শব্দটি দেয়া হয়েছে তা মূলত ল্যাটিন শব্দ ‘Sine’ যার অর্থ ‘irrespective of’ এবং ‘Cide’ যার অর্থ ‘an act of killing’ নামক দুটি অংশের সমন্বয়ে গঠিত হয়েছে যা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স বিবেচনাহীন নির্বিচার গণহত্যাকে নির্দেশ করে। শব্দটি নিয়মিত বিভিন্ন জার্নালে, গবেষণা ও লেখায় ব্যবহৃত হলে অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত হবে বলে আমরা আশা রাখি। এবং ইতিহাসের পাতায় পৃথিবীর তৃতীয় বৃহত্তম গণহত্যাটির নামাঙ্কিত হবে। গবেষণাপত্রটির লিংক –
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!