৩০ জুন ১৯৭১ঃ যুগোশ্লাভ প্রেসিডেন্ট এর সমবেদনা প্রকাশ
সফররত ভারতীয় পর্যটন মন্ত্রী করন সিং যুগোশ্লাভ প্রেসিডেন্ট টিটোর সাথে সাক্ষাতকালে প্রেসিডেন্ট টিটো বাংলাদেশের শরণার্থীদের দূরবস্থায় তাঁর সমবেদনা প্রকাশ করেন এবং সহযোগিতা ও সমর্থন দানের জন্য নিশ্চয়তা দেন।
নোটঃ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকাশিত দিনপঞ্জিতে পররাষ্ট্রমন্ত্রী সরণ সিংহ এর কথা লিখা আছে কিন্তু সুত্র নেই। ভারতে তখন তিন রাজনীতিবিদ ছিলেন চরন, করন, সরন। উল্লেখ্য সরণ সিং তার দীর্ঘ সফর শেষে দিল্লীতে ছিলেন তখন।