২৯ জুন ১৯৭১ঃ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিউমের বক্তব্য এর প্রতিবাদ করেছে পাকিস্তান
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডগলাস হিউম হাউজ অব কমন্সে গত ২৩ তারিখে যে বিবৃতি দিয়েছেন তৎসম্পর্কে পাকিস্তান সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তান সরকার ব্রিটিশ হাইকমিশনার জন পামফ্রেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ উদ্বেগ প্রকাশ করে। পাকিস্তান সরকার বলেছে যে সকল দেশের সাথে গভীর বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক বিদ্যমান সেরূপ ক্ষেত্রে প্রকাশ্য বিবৃতি দান না করে আলোচনা করে তা প্রকাশ করা উচিত। অপর দিকে পাকিস্তানকে খুশী করার জন্য পর রাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক আন্ডার সেক্রেটারি এন্থনি রয়লে বলেছেন বিরোধী লেবার পার্টির কতিপয় সদস্যদের আনা বাংলাদেশকে স্বীকৃতি দান বিষয়ক প্রস্তাব প্রসঙ্গে বলেন বাংলাদেশ নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব নেই। ব্রিটিশ স্বীকৃতি পাবার জন্য শর্তাবলী বাংলাদেশ এখনও অর্জন করেনি।