৫ নভেম্বর ১৯৭০ঃ ভাসানী বরাবর শক্তিশালী পাকিস্তান চেয়েছিলেন।
৭১ মার্চে তার কথিত লাহোর প্রস্তাবের পূর্ব পাকিস্তান ছিল এক পাকিস্তানের ভিতর দুই পাকিস্তান দাবী অর্থাৎ কনফেডারেশন। ৬ দফার স্রোতে তখন ভিন্ন রাজনীতির কোন সুযোগ ছিল না। কারন দলটি ক্ষয় হতে হতে পূর্ব পাকিস্তানে ৭ম রাজনৈতিক দলে পরিনত হয়েছিল। ২য় ছিল ন্যাপ ওয়ালী, ৩য় ছিল জামাত, ৪র্থ ছিল কাউন্সিল মুসলিম লীগ, ৫ম ছিল পিডিপি, ৬ষ্ঠ ছিল কনভেনশন মুসলিম লীগ, ৮ম ছিল কাইউম মুসলিম লীগ।