You dont have javascript enabled! Please enable it!

২৯ জুন ১৯৭১ঃ ১৫ জন বাঙালী অফিসার ও খালাসীর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা 

ব্রিটেনের কার্ডিফ বন্দরে নোঙ্গর করা পাকিস্তানী জাহাজ এমভি কর্ণফুলীর ১৫ জন খালাসী ও অফিসার কার্ডিফ থেকে পালিয়ে লন্ডনে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। পূর্ব পাকিস্তান থেকে রওয়ানা হওয়ার পর পশ্চিম পাকিস্তানী অফিসার খালাসীরা জাহাজে তাদের অপমান অপদস্ত ও নানারুপ নির্যাতন করে আসছিলো। তাদের কাউকে কাউকে শারীরিক আঘাতও করা হয়। এদের দলনেতা প্রকৌশলী নুরুল হুদা বলেন তারা জাহাজের সাথে পশ্চিম পাকিস্তান ফিরে গেলে আরও বড় নির্যাতনের শিকার হতে পারতেন তাই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২৫ মার্চ তারা সোয়াত জাহাজ থেকে অস্র খালাশে রাজী না হওয়ায় অগনিত বন্দর শ্রমিককে গুলি করে হত্যা করেছিল। কার্ডিফ থেকে এমপি অ্যালফ্রেড এভান্সের সহযোগিতায় বিচারপতি চৌধুরী তাদের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করান।