You dont have javascript enabled! Please enable it! 1971.06.27 | ফরিদপুরে শান্তি কমিটির সভা - সংগ্রামের নোটবুক

২৭ জুন ১৯৭১ঃ ফরিদপুরে শান্তি কমিটির সভা

ফরিদপুরে বাখুন্দা বাজারে জেলা শান্তি কমিটির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় বক্তব্য রাখেন জেলা শান্তি কমিটির সভাপতি আফজাল খান এবং সদস্য সাবেক এমএনএ আব্দুর রহমান বকাউল। বকাউল তার বক্তব্বে বলেন লালখ লাখ মুসল্মানের রক্তের বিনিময়ে অর্জিত পাকিস্তানের সংহতি ও অখণ্ডতা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বলেন পাকিস্তানকে ইনশাল্লাহ কেউ ধ্বংস করতে পারবে না। ৬৫ সালে পাকিস্তান ভারতকে যে সমুচিত শিক্ষা দিয়েছিল এবারো পাকিস্তান তা করে দেখাবে।  আফজাল খান তার বক্তব্বে বলেন পাকিস্তানের সংহতি ও অখণ্ডতা রক্ষার জন্য দুষ্কৃতিকারীদের নির্মূলে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য তিনি জনগনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন পাকিস্তান সৃষ্টির পর থেকেই ভারত পাকিস্তান ভাঙ্গতে বেরথ হয়ে এখন নিষিদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে পাকিস্তান ভাঙ্গার চেষ্টা করছে। তাদের এ পরিকল্পনা আমাদের সেনাবাহিনী অঙ্কুরেই নষ্ট করে দিয়েছে। এ ছাড়াও বক্তব্য দেন শান্তি কমিটির সদস্য ও প্রখ্যাত আইনজীবী খলিলুর রহমান।