২৭ জুন ১৯৭১ঃ দক্ষিণাঞ্চলে জেনারেল হামিদ
পাকিস্তান সেনা প্রধান জেনারেল হামিদ চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল সেনা অবস্থান সমুহ পরিদর্শন করেন। এ সময় তার সাথে লেঃ জেনারেল নিয়াজি ছিলেন। জেনারেল হামিদ চট্টগ্রাম বন্দরে গেলে পোর্ট ট্রাস্ট চেয়ারম্যান তাকে অভ্যর্থনা জানান এবং বন্দরের বিভিন্ন কার্যাবলী অবহিত করেন। জেনারেল হামিদ বন্দরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে জেনারেল হামিদ নৌ ঘাটি পরিদর্শন করেন এবং পিএনএস বদর পরিদর্শন করেন। বরিশালে জেনারেল হামিদকে জানানো হয় সেনা বাহিনী আসার আগে বরিশাল দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে ছিল। এদের তাৎক্ষনিক নির্মূল করা হয়েছে। জেনারেল হামিদ স্থানীয় শান্তি কমিটি নেতৃবৃন্দের সাথে কথা বলেন। শান্তি কমিটির সদস্যরা এবং জনসাধারন জেনারেল হামিদকে বলেন দুষ্কৃতিকারীদের নির্মূলে তারা সবসময় সেনাবাহিনীর সাথে আছে এবং থাকবে। স্থানীয় কম্যান্ডার হামিদকে জানান প্রত্যাবর্তনকারী শরণার্থীদের সকল প্রকার সুযোগ সুবিধা দেখা হচ্ছে এবং লুণ্ঠিত পিরোজপুর ট্রেজারির অর্ধেক অর্থ উদ্ধার সম্ভব হয়েছে। চাদপুরে তাকে অভ্যর্থনা জানান কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক। তিনি হামিদকে জানান সীমান্তে দুষ্কৃতিকারীদের ব্যাপক তৎপরতা আছে কিন্তু সেনাবাহিনী তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। চাদপুরে হামিদ স্থানীয় শান্তি কমিটির নেতাদের সাথে বৈঠক করেন এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেন।