You dont have javascript enabled! Please enable it!

২৬ জুন ১৯৭১ঃ ব্রিটিশ পার্লামেন্টারি দলের একাংশের চট্টগ্রাম অপর অংশের সিলেট সফর । 

সাবেক মন্ত্রী মিঃ আর্থার বটমলি এর নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি দলের একাংশ চট্টগ্রাম সফর করেন। তাহারা সমগ্র শহর ঘুরে দেখেন এবং বন্দর ঘুরে দেখেন। তারা চট্টগ্রামে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সাথে কথাবার্তা বলেন। স্থানীয় গণ্যমান্য অধিবাসীদের সাথেও মত বিনিময় করেন। সন্ধায় তারা ঢাকা ফিরে আসেন। অপর দলটি সিলেট সফর করেন। সিলেট সফরকালে তারা সীমান্তে মর্টার আক্রমনের শব্দ শুনে সে এলাকা সফর করতে চাইলে তাদের সেখানে নেয়া হয়।