২৬ জুন ১৯৭১ঃ বিশ্বব্যাংক এর সমালোচনায় গোলাম আজম
জামায়াত প্রাদেশিক আমীর গোলাম আজম ভারত ও কতিপয় রাষ্ট্রের দুরভিসন্ধিকে নস্যাৎ করার জন্য পাকিস্তানের এই সংকটময় মুহূর্তে পাকিস্তানকে সাহায্য করার জন্য মুসলিম বিশ্ব এর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন পাকিস্তান তার ইতিহাসের কঠিন তম মুহূর্ত অতিক্রম করছে আর সময়ে বিশ্ব ব্যাংক কনসোর্টিয়াম পাকিস্তানে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত সকল সাহায্য স্থগিত করছে। তিনি বলেন তাদের এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য অবমাননাকর ও একটা চ্যালেঞ্জ এবং আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ।