২৬ জুন ১৯৭১ঃ মার্কিন দুতাবাসের সামনে কংগ্রেসের বিক্ষোভ
কংগ্রেস দলীয় এমপিদের একটি ক্ষুদ্র দল ও দিল্লী কংগ্রেস কমিটির উদ্যোগে ৩০০ বিক্ষোভকারী নয়াদিল্লীর মার্কিন দুতাবাসের সামনে বিক্ষোভ করে এর আগে এ হাজার লোকের একটি অনুরূপ মিছিল করে। তারা নিক্সনের কুশপুত্তলিকা দাহ করে। তারা অবিলম্বে পাকিস্তানের অস্রবাহী জাহাজ দুটির গতিরোধ করে ফিরিয়ে নেয়ার দাবী জানায়। তারা নিক্সন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন ব্যাবহার করে। পুলিশ দুতাবাসের কাছে তাদের গতিরোধ করে ফিরিয়ে দেয়। পরে একটি ক্ষুদ্র দল স্মারকলিপি দেয়ার জন্য দুতাবাসের ভিতরে যায়।