২৬ জুন ১৯৭১ঃ উত্তরাঞ্চলে জেনারেল হামিদ।
পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হামিদ নাটোর, বগুড়া, সৈয়দপুর সফর করেন। তার সাথে লেঃ জেনারেল নিয়াজি ছিলেন। নাটোরে স্থানীয় সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা জাতীয় সঙ্গীত গেয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে জেনারেল হামিদকে বরন করেন। তিনি বগুড়া সামরিক সদর দপ্তরে গমন করেন। সেখানে স্থানীয় কম্যান্ডার হামিদকে বলেন সীমান্ত হতে ভারতীয় বাহিনী প্রায়ই গোলাবর্ষণ করছে তাই সেনাবাহিনীকে সীমান্তে বিন্যস্ত করা হয়েছে। নাটোরের স্থানীয় শান্তি কমিটির নেতারা জেনারেল হামিদকে আশ্বাস দিয়ে বলেন, “তারা বেঁচে থাকতে দুষ্কৃতকারীরা (মুক্তিযোদ্ধা) নাটোরে স্থান পাবে না।”