২৪ জুন ১৯৭১ঃ লন্ডন পৌঁছেই ব্রিটিশ প্রথম সংসদীয় দলের জিল নাইট বলেন।
ব্রিটিশ প্রথম সংসদীয় দলের জিল নাইট লন্ডন পৌঁছেই বলেন শরণার্থীদের পূর্ব পাকিস্তানে ফিরে যেতে কোন সমস্যা নেই। মিসেস নাইট বলেন পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সকল কিছু করছে। তিনি বলেন আমাদের যে সকল স্থান দেখতে বলা হয়েছিল আমরা সে সকল স্থান ঘুরে দেখেছি সেখানে আমরা আতঙ্কিত কোন লোকের দেখা পাইনি। তিনি বলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া কোন নাজি ধরনের বাহিনী পরিচালনা করছেন না। তিনি গন হত্যা বা কঠোর কিছু করার কোন নির্দেশ দেননি। তিনি বলেন আমাদের দল একজন কানাডীয় এবং কতক ব্রিটিশ নাগরিকের সাক্ষাৎকার নিয়েছে তারা সকলেই বলেছে সেনা বাহিনী ২৫ মার্চ যা করেছে তা সঠিক।