২৪ জুন ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানের দক্ষিন পশ্চিমাঞ্চলে জেনারেল হামিদ
পাকিস্তান সেনা প্রধান জেনারেল হামিদ ফরিদপুর, যশোর চুয়াডাঙ্গা ঝিনাইদহ সেনা অবস্থান সমুহ পরিদর্শন করেন। এ সময় তার সাথে লেঃ জেনারেল নিয়াজি ছিলেন। স্থানীয় সেনা কম্যান্ডারগন সেনাপ্রধানকে জানান জনগনের সহযোগিতায় রাষ্ট্র বিরোধীদের উৎখাত করা হয়েছে। রাষ্ট্র বিরোধীদের ধরার জন্য স্থানীয় ভাবে স্বেচ্ছাসেবক গড়ে তলা হয়েছে এবং তারাই রাষ্ট্র বিরোধীদের আস্তানা সনাক্ত করে সেনাবাহিনীকে অবহিত করছে। স্থানীয় কমান্ডার সেনাপ্রধানকে জানান স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই তারা জনগনের মধ্যে অহেতুক ভয়ভীতি দূর করেছেন। স্থানীয় কমান্ডার আরও বলেন নদী পথ গুলো সংস্কার করে চলাচল উপযোগী রাখা হয়েছে এবং এ সংক্রান্ত নৌযান চালনার প্রশিক্ষন দ্রুত গতিতে চলছে। চুয়াডাঙ্গায় স্থানীয় সেনা ইউনিট জেনারেল হামিদকে ভেলা, অযান্ত্রিক নৌকা এবং যান্ত্রিক নৌযানের একটি মহড়া দেখানো হয়।