২৪ জুন ১৯৭১ঃ মুতালিব মালিকের দক্ষিন পশ্চিমাঞ্চল সফর
প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাবেক ত্রান উপদেষ্টা এএম মালিক দশদিন ব্যাপী যশোর খুলনা কুষ্টিয়া সফর করে সাংবাদিকদের বলেন প্রদেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী এবং শান্তি কমিটি গুলো সন্তোষজনক কাজ করে যাচ্ছে। তিনি যশোর খুলনা চুয়াডাঙ্গা কুষ্টিয়া এবং দরশনায় কয়েকটি সমাবেশেও বক্তৃতা করেন। এসকল সমাবেশে তিনি ভারতীয় অনুচরদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগনের প্রতি আহবান জানান। জনগনের উদ্দেশে তিনি বলেন আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা বাঙালি না মুসলমান। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন দলটি বরাবরই ইসলাম বিরোধী ছিল। তারা ইসলামের স্থলে জয়বাংলা সংস্কৃতি রুপায়নের চেষ্টা করেছিল। তারা আল্লাহ আকবর স্লোগানের পরিবর্তে জয়বাংলা শ্লোগান চালু করেছিল। তিনি বিভিন্ন কল কারখানা পরিদর্শন করে শ্রমিকদের উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা নেয়ার আহ্বান জানান।