২৩ জুন ১৯৭১ঃ ব্রিটিশ এমপি বোটমলি
৪ সদস্য বিশিষ্ট ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্রিটিশ এমপি আরথার বোটমলি রাওয়ালপিন্ডিতে পৌঁছেই বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন পাকিস্তানকে সাহায্যদানকারী কনসোর্টিয়ামের প্যারিস সভা স্থগিতের অর্থ এই নয় যে পাকিস্তান সাহায্য দান বন্ধ হয়েগেছে। তিনি বলেন পাকিস্তানের প্রতি শত্রুতা পোষণ করা হয়েছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন তার বিশ্বাস ইয়াহিয়া সত্যিকার গনতন্ত্র প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন ব্রিটেন কিভাবে পাকিস্তানকে দীর্ঘ মেয়াদী সাহায্য দিতে পারে তা যাচাইয়ের জন্য তার দল পাকিস্তান এসেছে। তিনি বলেন প্রেসিডেন্ট এর আবেদনে সাড়া দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থী পূর্ব পাকিস্তানে ফিরবে বলে তিনি মনে করেন। প্রতিনিধিদলের সাথে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতাম মোহাম্মদ এবং প্রেসিডেন্ট এর অর্থনৈতিক উপদেষ্টা এম এম আহমেদ দীর্ঘ সভা করেন।