২৩ জুন ১৯৭১ঃ বিদেশী সাংবাদিকদের ঢাকা উপস্থিতি
বিদেশী সাংবাদিকদের উপর অঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কিছু বিদেশী সাংবাদিক ঢাকা এসে পৌঁছেছেন। ২৫ মার্চের কালো রাত্রির পর স্বাধীন ভাবে কোন সাংবাদিক পূর্ব পাকিস্তানে দায়িত্ব পালন করতে পারেননি। এর আগে এপ্রিলে সরকারী পৃষ্ঠপোষকতায় কিছু সাংবাদিক দায়িত্ব পালন করে গিয়েছেন। এদের মধ্যে আছেন এসোসিয়েটেড প্রেস, রয়টার, গার্ডিয়ান, টেলিগ্রাফ, বিবিসি। এদের অনেকেই ২৬ মার্চের আগেও দায়িত্ব পালন করে গেছেন। সাংবাদিকদের সাথে আলাপ কালে তাদের সম্ভাব্য সফর সূচীও জানা গিয়েছে। তারা কুড়িগ্রাম দিনাজপুর কুমিল্লা সিলেট চট্টগ্রাম আখাউরা সহ আরও কিছু এলাকা সফর করবেন।