You dont have javascript enabled! Please enable it!

২৩ জুন ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানে জেনারেল হামিদ

সেনা প্রধান জেনারেল হামিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মনতলা ও ফেনীর লক্ষননগর সেনা অবস্থান সমুহ পরিদর্শন করেন। এ সময় তার সাথে লে; জেনারেল নিয়াজি ছিলেন। স্থানীয় সেনা কম্যান্ডার গন সেনাপ্রধানকে জানান তারা খাদ্য পাচার সম্পূর্ণ বন্ধ করতে সক্ষম হয়েছেন। তারা আরও জানান সীমান্তের ওপার হতে কিছু দুষ্কৃতিকারী প্রদেশের ভিতরে ঢুকে কিছুটা ত্রাস সৃষ্টি করলেও তাদের তাড়াতে সক্ষম হয়েছে। তারা কয়েক জায়গায় যোগাযোগ বেবস্থা ধ্বংসের বেরথ চেষ্টা করেছিল। এদের কাছ থেকে কিছু অস্র গোলাবারুদ আটক করা হয়। সফরকালে হামিদকে স্থানীয় জনগন জানান তারা এসকল দুষ্কৃতিকারীদের প্রতিরোধে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলেছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!