You dont have javascript enabled! Please enable it!

২২ জুন ১৯৭১ঃ ভারতের পার্লামেন্ট ও সংবাদপত্রে সদরুদ্দিন আগা খানের সমালোচনা 

ভারতের পার্লামেন্ট ও সংবাদপত্রে সদরুদ্দিন আগা খানের সমালোচনা করে বলা হয় তিনি একজন পাকিস্তানপন্থী এবং শরণার্থীদের ব্যাপারে তিনি পাকিস্তান ঘেঁষা নীতি অনুসরণ করছেন। পার্লামেন্টে খোদ ত্রান ও পুনর্বাসন মন্ত্রী আরকে খাদিলকার এ অভিযোগ আনয়ন করেন। জনসংঘ দলের নেতা এলকে আদভানি বলেন আগা খানের পাকিস্তান সফর মুলত ইয়াহিয়ার গণহত্যা চাপা দেয়ার জন্য তার সংস্থার চার্লস মেস এর রিপোর্ট ধামাচাপা দেয়ার জন্য। চার্লস মেস এক মাস আগে ভারতের বিভিন্ন শরণার্থী শিবির সফর করে একটি রিপোর্ট দিয়েছিলেন।  জাতিসংঘ মহাসচিব উথান্ত পূর্ব পাকিস্তানে জাতিসংঘের ত্রান ব্যাবস্থা তদারকি করার জন্য স্তিফেন ট্রিপকে সমন্বয়কারী নিযুক্ত করেছেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!