You dont have javascript enabled! Please enable it! 1971.06.22 | এস.বি জামান - সংগ্রামের নোটবুক

২২ জুন ১৯৭১ঃ এস.বি জামান

পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য এস.বি জামান ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং গভর্নর টিক্কা খানের ক্ষমা প্রদর্শনের সম্পূর্ণ সুযোগ গ্রহন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এমএনএ এমপিএদের প্রতি আহবান জানান। তিনি বলেন এ দুর্যোগের সময় নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এমএনএ এমপিএ দের উচিত সরকারকে সব রকম সহযোগিতা করা। বিপথগামী ইপি আর এবি আর পুলিশের প্রতি ক্ষমা প্রদর্শন করায় তিনি ইয়াহিয়া খান এবং তিক্কা খানের প্রতি অভিনন্দন জানান। তিনি বলেন ৬ দফা প্রচারের সময় আওয়ামী লীগ ঘুণাক্ষরেও সাধিনতার কথা বলেনি। আওয়ামী লীগের এ চক্রান্তের আভাষ যদি আগে পাওয়া যেত তবে জনগন আওয়ামী লীগকে ভোট দিতনা। অনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতারাও এ ষড়যন্ত্র সম্পর্কে কিছু জানত না।  বিদ্রোহ দমনে পাক সেনাবাহিনীর ভুয়সী প্রশংসা করে এ জন্য আরো শান্তি কমিটি ও ভিজিলেন্স কমিটি গঠন করার সুপারিশ করেন।