২২ জুন ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে ২য় ব্রিটিশ পার্লামেন্টারি দল
৪ সদস্য বিশিষ্ট ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা সাবেক কমনওয়েলথ মন্ত্রী আরথার বোটমলি জেনেভা থেকে করাচী হয়ে রাওয়ালপিন্ডিতে পোঁছেই বিমানবন্দরে সাংবাদিকদের বলেন শরণার্থীদের পুনর্বাসন ভারত ও পাকিস্তানের প্রধান সমস্যা এ ব্যাপারে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আজই ইয়াহিয়া খানের সাথে তারা বৈঠকে বসবেন। তারা পদস্থ সরকারী কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন। তারা পরে ভারত সফর করবেন। তারা পূর্ব পাকিস্তানে অবস্থাঙ্কালে কি কি সাহায্য প্রয়োজন হবে তা নিরূপণ করার জন্য এসেছেন। অপর তিন সদস্য হলেন শ্রমিক দলীয় রেজিনাল প্রেন্তিস, রক্ষনশীল সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস রেমসডেন, টনি জেসেল।