২১ জুন ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানে গোলাম আজম
লাহোরে ফাতেমা জিন্নাহ রোডে জামাতে ইসলামীর অফিসে এক কর্মী সভায় গোলাম আজম পূর্ব পাকিস্তানে ২৫ মার্চ রাত্রে সেনাবাহিনীর ভুমিকার প্রশংশা করেন। তিনি বলেন আওয়ামী লীগের আন্দোলন ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের আন্দোলনের ১০ গুন বেশী শক্তিশালী ছিল। তিনি বলেন ১৯৬৯ সালে ৬ জন ছাত্র প্রথম স্বাধীন পূর্ব পাকিস্তান দাবী করেন পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। শেখ মুজিব উক্ত ছাত্রদের ক্ষমার অনুরধ জানালে ইয়াহিয়া তার ঢাকা সফরের সময় তাদের ক্ষমা করেন। করাচীতে আল জাসারত পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে গোলাম আজম বলেন পূর্ব পাকিস্তানের মুসলমানেরা ইসলামকে কখনো পরিত্যাগ করতে পারে না। এ কারনে তারা পাকিস্তানকেও ত্যাগ করতে পারেনা। পূর্ব পাকিস্তান ইসলাম ও পাকিস্তানের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করছে। আরও কোরবানি দেয়ার জন্য তারা প্রস্তুত আছে।