You dont have javascript enabled! Please enable it!

২১ জুন ১৯৭১ঃ রবীন্দ্র সদনে বুদ্ধিজীবী সমাবেশে এ আর মল্লিক

প্রবাসী সরকারের দুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ আর মল্লিক কলকাতার রবিন্দ্র সদনে একদল বুদ্ধিজীবীর উদ্দেশে ভাষণ দেয়া কালে শরণার্থী শিবির সমুহে পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র সম্পর্কে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৈতিক সমর্থন দানের জন্য ভারতীয় জনগণ ও বুদ্ধিজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে এই সাহায্য সহযোগিতা চির ভাস্বর হয়ে থাকবে।’ সভায় সুবিদ আলী এমপিএ ও বক্তব্য প্রদান করেন। তিনি ২৫ মার্চের কালো রাতের ঘটনার মর্মস্পর্শী বর্ণনা দেন।