২১ জুন ১৯৭১ঃ বিধান সভায় শচীন্দ্র লাল সিংহ
ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ বিধান সভায় এক বক্তব্বে বলেছেন ১৫ লাখ জনসংখ্যার রাজ্যে এখন ১০ লাখ শরণার্থীর অতিরিক্ত চাপ যে জকি নিদারুন অবস্থার সৃষ্টি করেছে তা অনুমেয়। অন্য কোন রাজ্যে জনসংখ্যা অনুপাতে এ ভার বহন করছে না। তিনি বলেন দক্ষিনে বিলোনিয়া এবং সাব্রুমে তারা এখনো শরণার্থীদের পরিমিত আশ্রয়ের সংস্থান এখনও করতে পারেনি। শরণার্থী খাতে কেন্দ্রীয় সরকার তার রাজ্যে ৩ কোটি ২০ লক্ষ টাকা মঞ্জুর করেছে। তিনি বলেন রাজ্যের যোগাযোগ বেবস্থা তেমন উন্নত নয় রেল ও আকাশ পথে খাদ্য পরিবহন করে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে। তিনি বলেন ৫ লক্ষ ৮৮ হাজার জনকে শিবিরে আশ্রয় দেয়া সম্ভব হয়েছে। বাকীদের আশ্রয় কেন্দ্র তৈরির পর নেয়া হবে তাদের জন্য ২৫০ টি নলকুপ এবং ৫০০ টি কুয়া স্থাপন করা হয়েছে। তিনি বলেন ছাউনির অভাবে আশ্রয় কেন্দ্র নিরমান বাধগ্রস্থ হচ্ছে। তিনি বলেন কেন্দ্রের কাছে ৩০০০০ ত্রিপল চেয়ে পেয়েছেন ১০০০। হাস্পাতালের শয্যা বাড়ানো হচ্ছে এর জন্য অনেক তাবু আনা হয়েছে। প্রতি ২০০০০ শরণার্থী বা একাধিক শিবিরের জন্য একটি ডিসপেনসারি খোলা হচ্ছে। সরকারী পর্যায়ে বিভিন্ন কমিটি ছাড়াও দুটি সংসদীয় কমিটি শরণার্থীদের স্বার্থ দেখা শুনা করছে।