২১ জুন ১৯৭১ঃ লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সরণ সিংহ এর বৈঠক
লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরণ সিংহ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে এর বৈঠককে মিলিত হন। তাদের বৈঠক প্রায় এক ঘণ্টা চলে। বৈঠকের পর যুক্ত বিবৃতিতে বলা হয় পূর্ব পাকিস্তানের অধিবাসীরা বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সংজ্ঞা নিরূপণ করবেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বলেন তিনি ভারতের জন্য কোন সাহায্যের জন্য এখানে আসেননি। পাকিস্তানকে বৈদেশিক সাহায্যদান স্থগিত রাখার অনুরোধ জানাতে তিনি এখানে এসেছেন। সরণ সিংহ ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথেও সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নির্দেশে বিচারপতি আবু সাইদ চৌধুরী সরণ সিংহ এর সাথে সাক্ষাৎ করেন এ সময়ে ভারতের রাষ্ট্রদূত আপা পন্থ উপস্থিত ছিলেন। সরণ সিং বিচারপতি চৌধুরীকে বিপদে ভারতীয় দুতাবাসের সাহায্য গ্রহনের পরামর্শ দেন। বিচারপতি চৌধুরী বাইরের দেশ থেকে অস্র সাহায্য ভারতে প্রেরনের জন্য ভারতের অনুমতি চান।