You dont have javascript enabled! Please enable it!

২০ জুন ১৯৭১ঃ লাহোরে গোলাম আজম

লাহোরে দলীয় অফিসে গোলাম আজম এক সাংবাদিক সম্মেলনে বলে যে আদর্শের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে সে আদর্শের প্রতি আমাদের চরম অবজ্ঞা প্রদর্শনের ফলেই এরূপ দুর্ভাগ্যজনক ঘটনার উদ্ভব হয়। উপমহাদেশের মুসল মানেরা চাপে পরে নয় স্বেচ্ছায় তাদের জন্য প্রিথক একটি আবাস ভুমি চেয়েছিল। কিন্তু আমাদের নেতারা সে আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেন। তিনি বলেন আইউবের ১০ বছরের শাসন কালে জনগন পাকিস্তানের মুল আদর্শ থেকে বিচ্যুত হয়। তা ছাড়া গনতন্ত্রের কণ্ঠ রোধ দেশের দু অংশের মধ্যে বাবধান সৃষ্টি হয়।  পূর্ব পাকিস্তানিরা রাজনৈতিকভাবে অনুভব করেন, প্রশাসনে তাদের সমানাধিকারকে অস্বীকার করা হয়েছে এবং যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাসী নয় তারা এই মনোভাবকে কাজে লাগিয়েছে। এছাড়া যুক্ত নির্বাচন প্রবর্তনের ফলে পূর্ব পাকিস্তানে বহু অমুসলিম থাকার জন্য রাজনৈতিক দলগুলো ধর্মনিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি গ্রহণের সুযোগ লাভ করে। বে-আইনী আওয়ামী লীগ তার অন্যতম । গোলাম আজম বলেন, শেখ মুজিবুর রহমানের বিচ্ছিন্ন হবার ইচ্ছা ছিল কিন্তু তিনি কখনো তা উত্থাপন করেননি। তবে ৬-দফা স্বাধীনতার পথ সুগম করে দিত।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!