২০ জুন ১৯৭১ঃ জয়বাংলা পত্রিকা
পাকিস্তান সংবাদ মাধ্যম গুলো বলছে তথাকথিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্বরূপ উন্মোচনের পর ভারত সরকার জয়বাংলা নামে তথাকথিত বাংলাদেশের সংবাদপত্রের ছলনা শুরু করেছে। ভারতের জনগন তথা বিশ্বকে ধোঁকা দেয়ার জন্য দাবী করা হয় যে পত্রিকাটি বাংলাদেশের অজ্ঞাত কোন এলাকা থেকে প্রকাশ করা হচ্ছে। কলকাতা থেকে বিদেশী সংবাদ মাধ্যম বলছে পত্রিকাটিতে রাজনৈতিক সমাধানের রূপরেখা প্রকাশ করা হয়েছে। আর এ ফর্মুলা হল বাংলাদেশকে স্বীকৃতি দেয়া। বিদেশী সংবাদ মাধ্যম অবশ্য সংবাদ সুত্র হিসেবে বরাবরের মত পিটিআই ব্যাবহার করে।