২০ জুন ১৯৭১ঃ দিল্লিস্থ যুগোশ্লাভ রাষ্ট্রদূত স্লাভকো কোমর
পশ্চিম বঙ্গের কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন শেষে দিল্লিস্থ যুগোশ্লাভ রাষ্ট্রদূত স্লাভকো কোমর সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ভারত সরকার ৬০ লাখ বাঙালি শরণার্থীদের ভারতে আশ্রয় নিয়ে যে মানবতা দেখিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন ভারত সরকার ও তাদের সংস্থা গুলো ত্রান বেবস্থা জোরদার না করলে অর্ধেক শরণার্থী ঝরে পড়তো। তিনি বলেন আমি অবাক হয়ে যাই এত বিশাল মানুষের স্রোত তারা এত অল্প সময়ে কিভাবে বেবস্থাপনা করেছে।