২০ জুন ১৯৭১ঃ পেশোয়ারে আখতার সোলায়মান
সোহরাওয়ার্দী কন্যা বেগম আখতার সোলায়মান পেশোয়ারে ন্যাপ ওয়ালি প্রাদেশিক পরিষদ সদস্য মেজর জেনারেল (অব) জিলানি এর সাথে সাক্ষাত করেন। সেখানেই তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন এখনই ক্ষমতা হস্তান্তরের সময় নয়। তিনি বলেন পূর্ব পাকিস্তানে এখন স্বাভাবিক অবস্থা নাই তবে তিনি আশা প্রকাশ করেন যে অচিরেই তা স্বাভাবিক হবে। তিনি বলেন ক্ষমতা হস্তান্তর হতে হলে দুই প্রদেশেই এক সাথে হতে হবে। তিনি যাহা করিতেছেন তাহা দুই প্রদেশের ঐক্য এর জন্যই করিতেছেন। তিনি বলেন পাকিস্তানের সংহতি রক্ষার ব্যাপারে এমএনএ ও এমপিএ গন এগিয়ে আসছেন তবে সংখ্যাটা তিনি প্রকাশ করিতে চান না। তিনি বিদেশ সফরের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেননি তবে এরুপ সফর হলে তা অবশ্যই সরকারী সফর হবে না।
নোট ঃ জিলানি তার দলের মতই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন। তিনিও ৭৫ পর্যন্ত জেলে ছিলেন। পরে পালিয়ে আমেরিকা চলে যান।