১৯ জুন ১৯৭১ঃ ইয়াহিয়ার সাথে গোলাম আজমের সাক্ষাৎ
পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করে ‘পূর্ব পাকিস্তান’ প্রসঙ্গে পরামর্শ দেন। অধ্যাপক গোলাম আজম রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত ক্ষমতা হস্তান্তর করা যায় না। তিনি বলেন কেবল মাত্র জাতীয় পরিষদ গঠনের পর ক্ষমতা হস্তান্তর করা যায়। পাকিস্তানের দুই অংশ ঐক্যবদ্ধ থাকতে পারে সেই আদর্শের ভিত্তিতে যে আদর্শের উপর পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। যারা এ আদর্শের বিরোধিতা করে তারা পাকিস্তানের বন্ধু নয়। তিনি বলেন, দুষ্কৃতিকারীদের মোকাবেলায় পাকিস্তানের আদর্শে বিশ্বাসীদের হাতে অস্র দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।