You dont have javascript enabled! Please enable it!

১৯ জুন ১৯৭১ঃ ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল

ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে সাক্ষাত করেছেন। এ সময় তথ্য সচিব রোয়েদাদ খান উপস্থিত ছিলেন।  করাচীতে ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল সদস্য জেমস টিন করাচী চেম্বার আয়োজিত ভোজসভায় বলেন ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ইয়াহিয়ার মনোভাব ইতিবাচক এবং প্রশংসনীয়। তিনি বলেন আগে প্রেসিডেন্ট এর এরুপ প্রচেষ্টা ব্যার্থ হয় এবং এতে জনগণকে অনেক মূল্য দিতে হয়েছে। তিনি বলেন তখন ইয়াহিয়া শেখ মুজিবের প্রায় সকল দাবী মেনে নিয়েছিলেন। তিনি পাকিস্তানে ব্রিটিশ সাহায্য বন্ধের চাপকে তার দেশের সরকার প্রতিরোধ করতে সক্ষম হওয়ায় আনন্দ প্রকাশ করেন। চট্টগ্রাম সফরের পর তিনি মনে করেছেন তাদের পরিবহন সমস্যা প্রবল।  প্রতিনিধিদলের অপর সদস্য মিসেস জিল নাইট প্রেসিডেন্ট এর প্রশংশা করে বলেন প্রেসিডেন্ট শরণার্থীদের ফিরিয়ে আনার যে প্রচেষ্টা নিয়েছেন তা খুব উৎসাহবেঞ্জক। মিসেস জিল নাইট সানডে টাইমসকে এক তার বার্তায় বলেন তাদের সফরে তারা পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর কোন নৃশংসতা দেখেননি বরং তারা সেখানে মুক্তিযোদ্ধাদের নৃশংসতা দেখেছেন। 
নোটঃ এ দল টিকে ইয়াহিয়া কিনে ফেলেছিলেন ফলে কয়েকদিন পর ব্রিটিশ সরকার আবারো আরেক টীম প্রেরন করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!