You dont have javascript enabled! Please enable it!

১৭ জুন ১৯৭১ঃ এখনি ক্ষমতা হস্তান্তর সঙ্গত হবে না রাওয়ালপিন্ডিতে আখতার সোলায়মান

বেগম আখতার সোলায়মান রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সাথ আলোচনাকালে বলেছেন এই সঙ্কটময় মুহূর্তে দেশ যখন সমস্যার সম্মুখীন তখন ক্ষমতা হস্তান্তর সঙ্গত হবে না। তবে প্রেসিডেন্ট কিছুদিনের মধ্যে তাহার যে একটি ফর্মুলা উপস্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তা নিঃসন্দেহে জাতির কাছে যুক্তিসংগত হবে। তিনি বলেন শান্তি কমিটি গুলো খুব ভালো কাজ করে যাচ্ছে এবং এতে জনগন ভালো সাড়া দিচ্ছে। তিনি বলেন পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সেখানে ৪৩০ টি থানাকে পুনর্গঠন করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পশ্চিমবঙ্গের শরণার্থী শিবির পরিদর্শনের কোন ইচ্ছা তার নেই। আওয়ামী লীগের কতজন সদস্য তার সাথে আছে এমন প্রশ্নের উত্তর দিতে তিনি অসম্মত হন। তাদের নিয়ে কোন নতুন দল গঠনের কোন ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি না বলেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!