You dont have javascript enabled! Please enable it!

১৭ জুন ১৯৭১ঃ ব্রিটিশ সংসদীয় প্রথম প্রতিনিধিদল

পূর্ব পাকিস্তান সফররত ৩ সদস্যের বৃটিশ পার্লামেন্টারি দলের সদস্য মি. জেমস টিন বলেন, “বৃটিশ পত্রিকায় প্রকাশিত খবরের সঙ্গে দেশের অবস্থা সঙ্গতিপূর্ণ নয়। ভারতের একতরফা প্রচারের কারণেই বিদেশী পত্রিকায় সঠিক খবর প্রকাশিত হচ্ছে না।” তিনি বলেন ব্রিটিশ সাংবাদিক্রা নিজের চোখে দেখে প্রতিবেদন দিলে সঠিক সংবাদ প্রকাশ হত। তিনি পূর্ব পাকিস্তানে বিদেশী সাংবাদিকদের অবাধ প্রবেশের সুযোগ দেয়ার দাবী জানান।  দলের আরেক সদস্য মিসেস জিল নাইট বলেন, “পাকিস্তান সেনাবাহিনী দুষ্কৃতকারী দমনে অত্যন্ত দ্রুত ও কঠোর ব্যবস্থা নিয়েছে। এই নির্মমতার দরকার ছিল।” তিনি বলেন দুজন ব্রিটিশ চা বাগান মালিক নিহত হয়েছেন বলে যে প্রচারনা চালান হচ্ছে তা সঠিক নয়। তিনি বলেন তিনি তদন্ত করে জানতে পেরেছেন তাদের মুক্তিবাহিনী অপহরন করে ভারতে নিয়ে যায় সেখানে তারা মুক্তভাবে চলাফেরা করছেন বলে তিনি জানতে পেরেছেন।