১৬ জুন ১৯৭১ বিমান যোগে শরণার্থী স্থানান্তর
সোভিয়েত এ এন ১২ বিমানযোগে কলকাতা বিমানবন্দর থেকে মধ্য প্রদেশের রাজগড় জেলার মানায় নতুন স্থাপিত শরণার্থী ক্যাম্পে শরণার্থী স্থানান্তর শুরু হয়েছে। দৈনিক ৬০০ জন করে শরণার্থী পরিবহন করা হচ্ছে। দমদম বিমান বন্দরের কাছে সবচে বড় শরণার্থী শিবির সাহারা ক্যাম্পের ৩৫০০০ শরণার্থীদের সরিয়ে নেয়া হবে। এ ছাড়াও হাসনাবাদ বশিরহাট ক্যাম্প থেকেও শরণার্থী সরানো হবে। শরণার্থীদের স্থানান্তরে আগ্রহ কম থাকায় সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের রাজী করাচ্ছে।