You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৯শে ফেব্রুয়ারি ১৯৬৯
প্যারোলে পিণ্ডি গমনে শেখ মুজিবের অস্বীকৃতি

ঢাকা, ১৮ই ফেবরুয়ারী।-শেখ মুজিবর রহমান সরকার ও বিরোধী দলের মধ্যকার আলোচনায় যোগদানের জন্য “প্যারোলে” রাওয়ালপিণ্ডি যাইতে অস্বীকার করিয়াছেন। আগরতলা ষড়যন্ত্র মামলা অবশ্যই প্রত্যাহার করিতে হইবে বলিয়া তাঁহার পূর্ব্বশর্তের প্রতি তিনি অবিচল রহিয়াছেন।
পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মীজানুর রহমান চৌধুরী আজ ইহা জানাইয়াছেন।
উল্লেখযোগ্য যে, শেখ মুজিবর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি।
জনাব মীজানুর রহমান বলেন যে, মামলা প্রত্যাহার ও শেখ মুজিবের উপস্থিতি ব্যতীত আওয়ামী লীগ প্রতিনিধিরা আলোচনার অংশ গ্রহণ করিবেন না বলিয়া আওয়ামী লীগ দলও সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে। তিনি জানান যে, ‘পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ গত রাত্রিতে ও আজ সকালে ক্যান্টনমেন্টে শেখ মুজিবের সহিত সাক্ষাৎ করিয়াছেন।
শেখ মুজিবের শর্ত সম্পর্কে ডাক নেতৃবর্গ ও আওয়ামী লীগ প্রতিনিধিদের অবগত করাইবার জন্য জনাব তাজউদ্দিন রাওয়ালপিণ্ডি রওয়ানা হইয়া গিয়াছেন। জনাব চৌধুরী আরও জানান যে, শেখ মুজিব ও রক্ষীদের এবং তাহাকে রাওয়ালপিণ্ডি লইয়া যাওয়ার জন্য পিআইএ’র লাহোরগামী অপরাহ্ণকালীন ফ্লাইটে, পাঁচটি আসন সংরক্ষণ করিয়া রাখা হইয়াছিল। —এপিপি

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!