You dont have javascript enabled! Please enable it!

১৬ জুন ১৯৭১ঃ সামরিক কর্তৃপক্ষ প্রায় শতাধিক বই নিষিদ্ধ করেছে।

সামরিক কর্তৃপক্ষ নিষিদ্ধ পুস্তকের একটি তালিকা প্রকাশ করে। এগুলির মদ্ধে রাজনৈতিক বই খুব কমই আছে যে গুলি আছে আবার সেগুলি পশ্চিম বঙ্গের বা সেখানকার লেখকের বই। উল্লেখ যোগ্য বই এর মধ্যে সাবেক মন্ত্রী প্রভাস চন্দ্র লাহিড়ীর ইন্ডিয়া পার্টিশণ্ড এন্ড মাইনরিটিস ইন পাকিস্তান, খন্দকার ইলিয়াসের ভাসানি যখন ইউরোপে, নুরে আলম সিদ্দিকির রক্ত কপোত , ভারতের প্রেসিডেন্ট ডঃ রাজেন্দ্র প্রসাদের খণ্ডিত ভারত। মাহবুবুল আলমের কাদিতে আসিনি ফাঁসীর দাবী নিয়ে এসেছি। চট্টগ্রামে অস্র লুণ্ঠনের কাহিনী, মাজেদা খাতুনের এক নজরে পূর্ব ও পশ্চিম পাকিস্তান, আব্দুল হাইয়ের স্বাধীনতা ও সমাজতন্ত্রের সংগ্রাম, জয়তি সেন গুপ্তের একলিপস অব ইস্ট পাকিস্তান।  বাজেয়াপ্ত সাধারন বইয়ের মধ্যে আছে অর্থনৈতিক ও বাণিজ্যিক ভূগোল, উচ্চতর বাংলা রচনা, সাধারন জ্ঞানের বই বিশ্ব পরিচয়। তালিকায় আছে কিছু নাটক ও সাংস্কৃতিক বই। আরাকানের মুসলমানদের উপর লেখা তিনটি বইও আছে বাজেয়াপ্তর তালিকায়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!