১৬ জুন ১৯৭১ঃ ব্রিটিশ প্রতিনিধিদলের খুলনা যশোর সফর
ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের তিনজন সদস্য খুলনা ও যশোর সফর করেছেন। খুলনায় তারা নিউজপ্রিন্ট মিল সহ কয়েকটি পাটকলও পরিদর্শন করেন। সেখান থেকে তারা সড়ক পথে সীমান্তে যান। বেনাপোলে পৌছলে জনতা মিছিল সহকারে তাদের অভ্যর্থনা জানায়। সদস্যরা সেখানে জনতার সাথে কথা বলেন। সেখান থেকে তারা ঝিকরগাছা অভ্যর্থনা কেন্দ্র সফর করেন। তারা ফিরে আসা শরণার্থীদের সাথে কথা বলেন। সন্ধ্যায় তারা ঢাকা প্রত্যাবর্তন করেন।