১৬ জুন ১৯৭১ঃ ব্রিটেনের হাউজ অব কমন্সে বাংলাদেশ প্রস্তাব আনয়ন
ব্রিটেনের হাউজ অব কমন্সে ১২০ জন লেবার এম পি একটি প্রস্তাব আনয়ন করেছেন। প্রস্তাবটি আনেন জন স্টোন হাউজ। প্রস্তাবে বলা হয় পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান শাসন চালানোর সব অধিকার হারিয়েছে। বিগত সাধারন নির্বাচনে জনগন যে দলকে রায় দিয়েছে সে রায় অস্বীকার করে বাংলাদেশের জনগনের উপর পাকিস্তান সামরিক বাহিনী যে নির্মম অত্যাচার চালিয়েছে তা নিন্দনীয়। তারা জাতিসংঘের মানবাধিকার সনদ লঙ্ঘন করেছে। তাদের কার্যক্রম জেনেভা চুক্তির লঙ্ঘন তাই এ বিষয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। প্রস্তাবে অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য সকল রাষ্ট্র বর্গের প্রতি আহবান জানানো হয়।