You dont have javascript enabled! Please enable it!

1971.09.02: খাজা খয়ের উদ্দিন 

লাহোরে পাঞ্জাব কাউন্সিল মুসলিম লীগের এক সংবর্ধনা সভায় মুসলিম লীগের প্রাদেশিক সভাপতি ও শান্তি কমিটি সভাপতি খাজা খয়ের উদ্দিন ও প্রাদেশিক ভাইস প্রেসিডেন্ট এ কিউ এম শফিকুল ইসলাম সাথে নেজামে ইসলামী দল এর সাথে বৈঠকের পর বলেন পাকিস্তানের ঐক্য ও সংহতির পক্ষে সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ । তারা বলেন দেশপ্রেমিক শক্তি অচিরেই ভারতীয় চরদের নির্মূল করে বিজয়ী হবে। খয়ের উদ্দিন বলেন এ কথা সত্য নয় যে অধিকাংশ পূর্ব পাকিস্তানী দেশের বিচ্ছিন্নতা সমর্থক।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!