১৫ জুন ১৯৭১ঃ কলকাতায় সদরুদ্দিন আগা খান
আজ কলকাতায় পৌছেই বিমানবন্দরে সদরুদ্দিন আগা খান সাংবাদিকদের বলেন তার মিশন কোন রাজনৈতিক মিশন নহে। তিনি এসেছেন শরণার্থী সমস্যা নিরসনে আর্থিক চাহিদা নিরুপনের জন্য। তিনি বলেন স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তনই পূর্ব পাকিস্তানী শরণার্থী সমস্যার সর্বৎকৃষ্ট সমাধান। রাজনৈতিক সমাধান ছাড়া এরূপ প্রত্যাবর্তন সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজনৈতিক সমাধান অনেক প্রকারের হতে পারে তবে স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তনই পূর্ব পাকিস্তানী শরণার্থী সমস্যার সর্বৎকৃষ্ট সমাধান। তিনি বলেন এরূপ প্রত্যাবর্তনের জন্য পাকিস্তানের অনুকুল পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন বাহিরের হস্তক্ষেপে ইহার সমাধান হবে না। পরে তিনি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এবং বনগাঁও এ কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করেন। বনগাঁয়ে তাকে শরণার্থীদের পক্ষে একজন শরণার্থী শিক্ষক তাকে পাক সামরিক বাহিনীর নির্যাতন সম্পর্কিত একটি স্মারক লিপি দেন এবং ৪৫ মিনিট কতক মন্ত্রীর সাথে আলাপ করেন। মন্ত্রীদের জানান শরণার্থী বাবদ জাতিসংঘ অর্থ এবং সামগ্রী খাতে ৩০ কোটি রুপি ইতিমধ্যে সংগ্রহ করেছে। আলোচনা শেষে মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং দেন।