১৫ জুন ১৯৭১ঃ রাজ্যসভার বিতর্কে ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজ্যসভায় শরণার্থী সমস্যা নিয়ে ৩ ঘণ্টার এক বিতর্কে বলেন বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় প্রার্থী বিপুল সংখ্যক শরণার্থী আগমনের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে তিনি আন্তজার্তিক প্রতিষ্ঠান গুলোকেও এর পরিনামের ভাগিদার করে ছাড়বেনই। কোন মতেই এদের এ সম্পর্কে তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে না। তিনি বলেন আন্তজার্তিক প্রতিষ্ঠান সমুহের আর আগেই নিজেদের দায়িত্ব সম্পর্কে অনুধাবন করা উচিত ছিল। তিনি বলেন বাংলাদেশের শরণার্থীরা অবশ্যই তাদের দেশে ফিরে যাবেন তবে বাংলাদেশ বা তাদের গনতন্ত্রের মৃত্যু ঘটিয়ে নয়। বিপুল সংখ্যক শরণার্থী আগমনের ফলে ভারতের অর্থনীতিতে যে চাপ পড়ছে সে সম্পর্কে তিনি বলেন নির্যাতিত মানুষের পাশে দাড়িয়ে সরকার ও ভারতের জনগন তা সমান ভাবে বহন করে নেবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।