১৫ জুন ১৯৭১ঃ ইন্দিরার পত্রের জবাবে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস পি রমুলো ভারতের রাষ্ট্রদূত দেভা রাও এর কাছে ১৮ মে তারিখে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস এর কাছে লিখিত ও প্রেরিত ইন্দিরা গান্ধীর পত্রের জবাব হস্তান্তর করেন। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পত্রের জবাবে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ এ. মার্কোস বলেন পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক বিবাদের ফলে সেখানকার বাঙালি জনগণের দুঃখ-দূর্দশায় ফিলিপাইন সরকার ও জনগণ গভীরভাবে মর্মাহত। তবে বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে ফিলিপাইন এর কোন পক্ষ হতে চায় না। তার দেশ জাতিসংঘ মহাসচিব উথান্ত এবং পোপ জন পল এর মানবিক সাহায্যের আবেদনে সাড়া দিয়ে তার সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তার সরকার টোকেন সাহায্য হিসেবে রেডক্রসের মাধ্যমে চিনি সহ এক জাহাজ ত্রান সামগ্রী ইতিমধ্যে প্রেরন করছে।