১৫ জুন ১৯৭১ঃ পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানকে সরে যাওয়ার জন্য বিশ্ব শান্তি পরিষদের আহ্বান।
হেলসিঙ্কি থেকে এক বিবৃতিতে বিশ্ব শান্তি পরিষদ অবিলম্বে পূর্ব পাকিস্তানে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর এবং পূর্ব পাকিস্তান হতে পাকিস্তানী সৈন্য প্রত্যাহারের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহবান জানিয়েছে। বিবৃতিতে ব্রিটেন আমেরিকা সহ সকল দেশকে পাকিস্তানে অস্র সাহায্য বন্ধের আহবান জানানো হয়। পরিষদ অবিলম্বে শেখ মুজিবুর রহমানের মুক্তিও দাবী করেছে। পরিষদ শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।