You dont have javascript enabled! Please enable it! 1971.06.15 | ঢাকায় ৩ সদস্য এর বৃটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দল - সংগ্রামের নোটবুক

১৫ জুন১৯৭১ঃ ঢাকায় ৩ সদস্য এর বৃটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দল

তিন সদস্য এর ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল ঢাকা এসে পৌঁছেছে। এরা হলেন জিল নাইট, জেমস টিন ও জেমস কিলফেদার। তারা পাকিস্তান সরকার কতৃক সীমান্তে প্রতিষ্ঠিত শরণার্থী একটি অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করে ঢাকায় ফিরেছেন। ঢাকায় এসেই তারা গভর্নরের বেসামরিক বিষয়ক উপদেষ্টা রাও ফরমান আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা ঢাকায় পত্রিকা সম্পাদকদের সাথে চা চক্র এবং গভর্নরের দেয়া ভোজসভায় অংশ গ্রহন করবেন। তারা চট্টগ্রাম ও খুলনার শিল্প এলাকাও পরিদর্শন করবেন।  পাকিস্তান সফররত বৃটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দলের সদস্য জেমস কিলফেদার বলেন, এটা পরিষ্কার, উদ্বাস্তুদের প্রত্যাবর্তন সুগম করার জন্য পূর্ব পাকিস্তানে অবশ্যই স্বাভাবিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা একান্ত আবশ্যক।