১৫ জুন ১৯৭১ঃ সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ভারতকে পরিবহণ বিমান ধার দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ৪টি সি- ১৩০ বিমান গুহাটি বিমান বন্দরে পৌছেছে। বিমানগুলো শরণার্থী স্থানান্তর ও ত্রান পরিবহনের কাজ করবে। এর আগে বিমান গুলি দিল্লি অবতরন করে এবং সেখান থেকে কলকাতা আসে। কলকাতা থেকে বিমান গুলো ত্রান সামগ্রী নিয়ে গুহাটি পৌঁছে। অপর দিকে সোভিয়েত ইউনিওন একটি এএন ১২ পরিবহন বিমান দিয়েছে। বিমান টি ৫০ টন ঔষধ ও ত্রান সামগ্রী নিয়ে আজ কলকাতা পৌঁছেছে।